জলপাইগুড়ি :- গোপাল সেজে বিদ্যালয়ে জন্মাষ্টমী উদ্যাপন করলো ১০০ খুদে পড়ুয়ারা। প্রতিবারের মত এবারও জলপাইগুড়ির
অরবিন্দ নগরে সারদা শিশু তীর্থ বিদ্যালয়ের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে বিদ্যালয়ের অরুন শ্রেণী থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।
এই অনুষ্ঠানে কেউ সেজেছে গোপাল , রাধা, কৃষ্ণ,যশোদ, বাসুদেব, দেবকী, ও কংস এক কথায় শ্রীকৃষ্ণের জন্মলিলা কাহিনী অনুযায়ী তারা যে যেমন পেড়েছে, তেমন সেজেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া গুহ বলেন, প্রতিবারের মত এবারও বিদ্যালয়ে জন্মাষ্টমী উদ্যাপন করা হল । শ্রীকৃষ্ণের লিলা কাহিনী অনুযায়ী বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা বিভিন্ন চরিত্রে সেজে ফুটিয়ে তোলেন । তাদের মধ্যে একেকটা চরিত্রের মধ্যে সবচেয়ে ভাল সেজেছে। তাদের মধ্যে বেঁচে নিয়ে প্রথম স্থান অধিকার করেছে, তাঁকে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের দিন। পুরস্কৃত করা হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ।
Leave a Reply