উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে । আতঙ্কে বাসিন্দারা। রঞ্জনা দাস (৩৫) এক মহিলার ডেঙ্গিতে মৃত্যুর দাবি প্রতিবেশী ও পরিবারের ৷ এলাকায় ডেঙ্গু সচেতনতা নিয়ে গাফিলতির অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে । মৃত মহিলার বাড়িতে গেলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়া । এলাকায় গিয়ে ডেঙ্গু পরিস্থিতির মুখ খোঁজখবর নিলেন এবং হাসপাতালে গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঙ্গে কথাবার্তা বললেন ৷অশোক বাবু বলেন মৃত মহিলাদের সার্টিফিকেটে কি কারণে মৃত্যু হয়েছে ওরা বলবে না ৷ উনাকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল পরে তাকে রেফার করা হয়েছিল তার মৃত্যু হয়েছে ৷
মৃত মহিলার স্বামী বলেন ‘ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ‘ । ছোট ছোট দুই সন্তান নিয়ে আমার পরিবারটা ভেসে গেল ৷
পাশাপাশি গ্রামে গিয়ে দেখা গেল একই পরিবারের তিন চারজন করে আক্রান্ত হয়েছে ৷বনগাঁ হাসপাতালে বহু রোগী চিকিৎসাধীন রয়েছে পাশাপাশি বাড়িতে রেখেও অনেকে চিকিৎসা করছেন ৷
বাসিন্দারা জানিয়েছেন এলাকায় যেভাবে ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়েছে প্রশাসন যদি দ্রুত তৎপর না হয় আক্রান্ত সংখ্যা আরো বাড়বে ।
এই বিষয়ে বনগাঁ হাসপাতালের সুপার কৃষ্ণ চন্দ্র বারুই বলেন উনি ডেঙ্গুর জন্য ভর্তি হননি । কিন্তু শারীরিক অবস্থা খুব খারাপ ছিল ।
Leave a Reply