ঘোজাডাঙ্গা সীমান্তে দিয়ে শুরু হতে চলেছে ভারত – বাংলাদেশ বাস পারিসেবা

।। সীমান্তে এক্সচেঞ্জ বাস পরিষেবা মহড়া ঢাকা কলকাতা বাস পরিষেবা চালু হবে, ঘোজাডাঙ্গা সীমান্তে, দুই দেশের বাস এসে যাত্রীদের মধ্যে ফুল ও মিষ্টি মুখের মধ্যে চালু হলো, মগ ড্রিল

উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার ভারত ও বাংলাদেশ সীমান্তে আগামী এক মাসের মধ্যে আন্তর্জাতিক বাস পরিষেবা চালু হবে। তারই আজ মঙ্গলবার বিকেল বেলা মহড়া হলো এদিন সরকারি পরিবহন দপ্তরের থেকে কলকাতা থেকে একটি মিনিবাস কিছু যাত্রীদের নিয়ে যাওয়া হয় ঘোজাডাঙ্গা সীমান্তে, অন্য প্রান্তে বাংলাদেশের ঢাকা থেকে ভোমরা সীমান্তে একটি বাসে করে কিছু যাত্রী নিয়ে পৌঁছায় বাংলাদেশের ভোমরা বর্ডারে । দুই দেশের যাত্রীদের মধ্যে আলাপচারিতার মধ্য দিয়ে ফুল ও মিষ্টি দিয়ে একে অপরের শুভেচ্ছা বিনিময় ঘটে দুই দেশের যাত্রী এক্সচেঞ্জ করে তারই মহড়া শুরু হল মঙ্গলবার বিকেল। গ্রীন লাইন পরিবহন দপ্তরের কর্ণধার সঞ্জয় কর্মকার বলেন, ঢাকা টু কলকাতা ভায়া ঘোজাডাঙ্গা বাস পরিষেবা আগামী এক মাসের মধ্যে বাস পরিষেবার চালু হবে ।এক্সচেঞ্জ হবে জিরো পয়েন্টে। ঘোজাডা আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক রাজু সাহাজি বলেন ,বনগাঁ বেনাপোলে গাড়ি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে। আমাদের দীর্ঘদিনের ছিল ঘোজাডাঙ্গা সীমান্তে পরিবহনের বাস এক্সচেঞ্জ করে যাতে পর্যটকরা এদের থেকেও দেশে গেলে বাণিজ্য যেমন একদিকে লাভ হবে।অন্যদিকে ওই দেশের পর্যটকরা এদেশে আসলে সীমান্ত অনেকটা আন্তর্জাতিক বাণিজ্য প্রসারিত হবে। আজকের ভোজাডাঙ্গা সীমান্তে বাস পরিষেবার মহড়ার মধ্য দিয়ে দুই দেশের সীমান্ত বাণিজ্যের সুদূর প্রসারিত হবে।

Leave a Reply

Your email address will not be published.