জলপাইগুড়ি :-
ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে বেরিয়ে গেছে একাধিক রাস্তা, রেললাইন। মাঝেমধ্যেই সেই রাস্তা পারাপার ও রেললাইন পারাপার করতে দেখা যায় হাতিসহ অন্যান্য বন্য প্রাণীকে। এমনকি এর আগে একাধিকবার ট্রেন চালকের তৎপরতায় হাতির প্রাণ রক্ষা পেয়েছে। সেই সাথে একাধিকবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুও হয়েছে। অন্যদিকে রাস্তা পারাপার করত গিয়ে একাধিকবার বন্যপ্রাণীর সঙ্গে যানবাহনের সংঘর্ষ ঘটেছে । কখনো জখম হয়েছে বন্যপ্রাণী আবার কখনো আহত হয়েছে মানুষ। তবে গত দু’বছরে ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে যাওয়া রেললাইনে হাতি দুর্ঘটনার কবলে পড়েনি। কিন্তু বুধবার গভীর রাতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল অন্তঃসত্ত্বা হাতির। দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চাপরা মারি জঙ্গলের বুক চিরে যাওয়া রেললাইনে। জানা গেছে, রাত ২ টা ৩০ নাগাদ নাগাদ চাপড়ামারী জঙ্গলের বুক চিরে নাগরাকাটা থেকে চালসার দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। সে সময় জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া রেললাইন পারাপার করছিল একটি অন্তঃসত্তা হাতি। মাল গাড়ির ধাক্কায় রেললাইনে পড়ে যায় অন্তঃসত্ত্বা হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাতিটির। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছায় বনদপ্তর। বনদপ্তর সূত্রে জানা যায় মা হাতি ও তার নবজাত শাবকের ময়নাতদন্তের পর দাহ করা হবে।

উল্লেখ্য কিছুদিন আগে রেললাইনে হাতির সাথে ট্রেনের সংঘর্ষ এড়াতে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় সেন্সর সিস্টেম লাগানো হয়। যাতে ট্রেনের সামনে হাতি আসলেই তার সিগনাল পৌঁছায় পার্শ্ববর্তী স্টেশনে তার ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.