স্বাধীনতার ৭৫ বছর পুর্তির অমৃত মহোৎসব বর্ষে দেশের প্রতিটি বাড়িতেই জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আহ্বানে সাড়া দিয়ে শনিবার কোচবিহার প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা সংগ্রহ করেন বিজেপি বিধায়ক সহ বিজেপির অনান্য কর্মী সমর্থকেরা। অমৃত মহোৎসব উপলক্ষে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত জেলার প্রধান ডাকঘর সহ প্রত্যেকটি মহকুমা ডাকঘরে আগামী ২৫ টাকার বিনিময়ে পাওয়া যাবে জাতীয় পতাকা। এপ্রসঙ্গে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন- “প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী আজ আমরা জাতীয় পতাকা সংগ্রহ করতে প্রধান ডাকঘরে এসেছি। ২৫টাকার বিনিময়ে আমরা জাতীয় পতাকা ক্রয় করলাম। অমৃত মহোৎসব উপলক্ষে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৩তারিখ থেকে ১৫তারিখ পর্যন্ত প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তলনের যে ডাক দিয়েছেন আসুন সকলে মিলে এই দিনটি উদযাপন করি।”

Leave a Reply

Your email address will not be published.