নিউ জলপাইগুড়ি স্টেশনে বনধকে ঘিরে উত্তেজনা,সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ, স্কুটিতে করে পালালেন বিধায়িকা শিখা চ্যাটার্জী।
শিলিগুড়ি :
বনধকে ঘিরে ব্যাপক উত্তেজনা নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে। অভিযোগ বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে জোর করে বনধ করার চেষ্টা করলে পাল্টা প্রতিবাদে সরব হয় তৃণমূল কর্মী সমর্থকেরা। এরপরই এলাকায় তৃণমূল পক্ষ থেকেও বনধের বিরোধিতা করে মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এতেই ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় পৌঁছলে তার গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তৃণমূলের প্রবল বিক্ষোভ থেকে বাচাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে থাকা সত্ত্বেও লাঠি নিয়ে শিখা চ্যাটার্জি কে মারতে উদ্যত হয় তৃণমূল সমর্থকরা। অবশেষে পুলিশের সহায়তায় শিখা চ্যাটার্জী স্কুটিতে করে কোন ক্রমে সেই জায়গা ছেড়ে চলে যান।
Leave a Reply