বাংলাদেশের মাটিতে শিলিগুড়ির নাম উজ্জ্বল করে সোনা জিতলেন শিলিগুড়ির গৃহবধূ চন্দ্রা মল্লিক।

শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার বাসিন্দা চন্দ্রা মল্লিক একসময় শরীর ও মনকে সতেজ রাখার জন্য শুরু করেছিলেন যোগ ব্যায়াম চর্চা। তেমন কিছু লক্ষ্য ছিল না কিন্তু কঠিন অনুশিলনের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে তৈরি করে তুলেছিলেন বছর চল্লিশের এই গৃহবধূ। বাংলাদেশে অনুষ্ঠিত বঙ্গ মৈত্রী ইন্টারনেশনাল যোগা কাপ ২০২৩ এর ২৫ বছর বয়সী উর্ধো বিভাগে সোনা জিতেছেন চন্দ্রা। বাড়িতে তাঁর ব্যবসায়িক স্বামী ও কলেজ পড়ুয়া ছেলে। বাড়ির হেসেল সামলে ছেলের পড়াশোনার দেখভাল করে যোগ ব্যায়ামের প্রতি অদম্য আগ্রহ আজকের চন্দ্রাকে এই সাফল্য এনে দিয়েছে। সাত বছর আগে থেকে চন্দার যোগ ব্যায়ামের চর্চা শুরু। তারপর বছর তিনেক আগে থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন চন্দ্রা। ইতিমধ্যেই উত্তরবঙ্গ সহ বাংলার একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছেন তিনি। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই প্রথম তিনি অংশ ছিলেন। বাংলাদেশে অনুষ্ঠিত বঙ্গ মৈত্রী ইন্টারনেশনাল যোগা কাপ ২০২৩ এর প্রতিযোগিতায় ভারত-বাংলাদেশ সহ প্রায় চারশো প্রতিযোগিত অংশ নিয়েছিলেন। চন্দ্রা সাফ কথা বছর সাতেক আগে যখন যোগ শেখা শুরু করেছিলাম তখন ভাবি নি যে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং অংশগ্রহণ করার পরেই এই আন্তর্জাতিক স্তরে সাফল্য আসবে। চন্দ্রার এই সাফল্যে তার ছেলে স্বামীসহ পাড়া-প্রতিবেশীরা খুশি। চন্দ্রা চায় প্রত্যেক মহিলারাই নিজের শরীরকে ঠিক রাখার জন্য নিয়মিত যোগ চর্চা করুক।

Leave a Reply

Your email address will not be published.