ময়নাগুড়ির বার্ণিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের গন ইস্তফা।
এই গন ইস্তফা র মধ্যে রয়েছেন ৯-১০ জন তৃণমূলের জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য। পাশাপাশি ৩ জন পঞ্চায়েত সমিতির সদস্য। এছাড়াও অঞ্চল সভাপতি সহ একাধিক পদাধিকারিক আজ গন ইস্তফা পত্র ব্লক সভাপতির মাধ্যমে জেলা সভাপতির কাছে পাঠিয়ে দেন।
অভিযোগ, কল্যাণী তরফদার কে জয়ী তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যরা কেউ পছন্দ করছে না। কারন তিনি গত ১০বছর এই অঞ্চলের প্রধান ছিলেন। তিনি এলাকার মানুষকে সঠিক পরিশেবা দিতে পারেনি। বোর্ড গঠনের সময় তারই প্রতিবাদ করায় প্রতিবাদি তৃণমূল নেতাদের এবং গ্রাম পঞ্চায়েত সদস্যদের উপর যুব তৃনমূল কংগ্রেস কতিপয় নেতা হামলা চালায়।পাশাপাশি গ্রামপঞ্চায়েতের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। আজ ৩১নং জাতীয় সড়ক অবরোধ করে তৃনমুল নেতারা তাদের দলথেকে পদত্যাগের কথা ঘোষণা করেন। মুলত জেলা তৃনমুল সভাপতি ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ বিক্ষোভকারী তৃনমুল নেতাদের।তাদের আরো দাবি অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ জেলা নেতৃত্ব মানেনি। যদিও ময়নাগুড়ি ব্লক ২ সভাপতি শিবশঙ্কর দত্ত জানিয়েছে যে যুব তৃণমূল কর্মীরা আমাদের নেতা ও পঞ্চায়েত সদস্যদের উপহ হামলা করেছে সেটা অতন্ত অন্যায়ের কাজ করেছে। আমি বিষয়টি জেলা সভাপতি মহুয়া গোপকে জানিয়েছি।যে কর্মী ও পঞ্চায়েত সদস্যরা পদত্যাগ করেছে তাদের সাথে কথা বলে ফের দলে ফিরিয়ে আনবো।
ময়নাগুড়ি বার্ণিশ গ্রামপঞ্চায়েতে মোট আসন ২৪।তৃনমুল পেয়েছে ১৮টি, বিজেপি পেয়েছে ৬টি আসন।
Leave a Reply