বর্ষার তিন মাস জঙ্গল বন্ধ থাকার পর আগামী ১৬ই সেপ্টেম্বর জঙ্গল পর্যটকদের জন্য খুলতে চলেছে। প্রতিবছর পুজোর আগে জঙ্গল খুলে যায়।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার বাকি নেই আর বেশি দিন। উৎসবের মরসুমের আগেই পর্যটকদের জন্য সুখবর। পূজোর এই সময় উত্তরবঙ্গে পর্যটকদের ঢল নামে। দার্জিলিং থেকে শুরু করে ডুয়ার্স সর্বত্রই কার্যত হাউসফুল। ডুয়ার্সের জঙ্গলে ঘুরতে আসা পর্যটকদের কাছে মূল আকর্ষণ হাতি সাফারি।জানা গিয়েছে, গরুমারায় জঙ্গল সাফারির জন্য রিসর্টগুলিতে ইতিমধ্যে পর্যটকদের আগাম বুকিং ইতিমধ্যে শুরু হয়েছে।তার আগে হাতি সাফারির জন্য গরুমারায় আরও দুটি কুনকি হাতি নিয়ে এসেছে বন দপ্তর। জানা গিয়েছে বুধবার জলদাপাড়া থেকে দুটি স্ত্রী কুনকি হাতিকে গরুমারার জঙ্গলে নিয়ে আসা হয়। স্বাভাবিকভাবে এর ফলে জঙ্গল সাফারির জন্য সেখানে হাতির সংখ্যা বাড়াতে খুশি পর্যটকরা। বর্তমানে ৫-৬টি হাতিকে সাফারির কাজে লাগানো হচ্ছিল।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে,এই মুহূর্তে গরুমারার পিলখানায় সব মিলিয়ে ২৬টি কুনকি রয়েছে।এর মধ্যে শাবক,মাঝ বয়সী,প্রাপ্ত বয়স্ক হাতি হয়েছে।নতুন করে দুটি হাতি পিলখানায় আসায় এই সংখ্যা বেড়ে দারালো ২৮ । নতুন দুই অথিতিতে জঙ্গল খোলার পর কাজে লাগানো শুরু হবে জানা গিয়েছে।
Leave a Reply