লোকসভা আসনে ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে বলে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তার ঠিক পর পরেই আচমকা শিলিগুড়িতে নিজেকে ভূমিপুত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন প্রাক্তন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। শ্রিংলার দাবি ১৯৬০ সাল থেকে তিনি শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা। সরাসরি প্রার্থী হওয়ার কথা না বললেও পদ্মের ঘরে জল্পনা কিন্তু বাড়ছেই। কারণ ক’দিন আগেই রাজু বিস্ট প্রকাশ্য সভায় দাবি করেছিলেন, দার্জিলিং আসন থেকে তিনিই প্রার্থী হচ্ছেন। এমন আবহে ঘরে বিদ্রোহের আঁচ তুলেছেন কার্সিয়াংয়ের বিধায়ক। আর তার পরেই শ্রিংলার প্রত্যাবর্তন অন্য ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে বিজেপির একাংশ। তবে শীর্ষ নেতৃত্বের সবুজ সংকতে না পেলে শ্রিংলা কেনই বা এসে পড়ে থাকছেন দার্জিলিং বা সমতলে। ইতিমধ্যে শ্রিংলা জনসংযোগ শুরু করেছেন দার্জিলিং এবং সমতল শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। কখনও প্রাতঃভ্রমণ, কখনও শহরের চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আড্ডায় মাতছেন। সূত্রের খবর, শ্রিংলা গোপনে বৈঠকও করছেন বিজেপির বিক্ষুব্ধ নেতাদের সাথে। বিক্ষুব্ধদের একাংশ দার্জিলিঙের বর্তমান সাংসদ রাজু বিস্তাকে আর প্রার্থী হিসাবে চাইছেন না। সরাসরি মুখ খুলতে না চাইলেও রাজুর কাজের প্রশংসা করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।বিজেপির দু’পক্ষই চাইছেন তাঁদের তরফের প্রার্থীকে দাঁড় করাতে।

Leave a Reply

Your email address will not be published.