মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে ৩১-তম বোর্ড মিটিং আয়োজিত হয়। এদিনের এই বোর্ড মিটিং শুরু হতেই আরজিকর কান্ডের ঘটনাকে ঘিরে শুরু হয় তুমুল উত্তেজনা।বোর্ড মিটিং-এর শুরুতেই বিজেপি কাউন্সিলরদের তরফে আরজিকর ঘটনাকে নিয়ে নিন্দা প্রস্তাব আনার জন্য পুরনিগমের চেয়ারম্যানকে আবেদন করা হয়। কিন্তু তাতে কোনো রকম কর্ণপাত করেনি পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী।এতেই ক্ষুব্ধ হয়ে যান বিজেপি কাউন্সিলররা। স্লোগান দিতে দিতে বেরিয়ে জানা বোর্ড মিটিং এর সভাকক্ষ থেকে।পরে পুরনিগমের গেটের সামনে মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ আরজিকর ঘটনাকে কেন্দ্র করে স্লোগান তুলতে থাকেন তারা।এদিন পুরনিগমের বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অমিত জৈন জানান,আজ ৩১-তম বোর্ড মিটিং-এ তারা একটি নিন্দার প্রস্তাব আনতে চেয়েছিলেন।এই বিষয়ে আগে থেকেই পুরনিগমের চেয়ারম্যানকে ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ভিভেক সিংহ জানিয়েছিলেন লিখিত আকারে।তবে চেয়ারম্যানের তরফে সেই প্রস্তাবে রোলিং দিয়ে মেয়রের প্রস্তাবকে অনুমতি দেওয়া হয়।যেটি সম্পূর্ণ ভাবে অনিয়ম বলে অভিযোগ করেন বিজেপি কাউন্সিলররা।এছাড়াও গত কয়েকমাস আগে মনিপুরের ঘটনায় শিলিগুড়ির ডেপুটি মেয়র নিন্দার প্রস্তাব আনলে সেটি অনুমতি দেওয়া হয় পুরনিগমের তরফে।কিন্তু এ বাংলায় ঘটে যাওয়া আরজি করের ঘটনায় শিলিগুড়ি পুরনিগমে বিরোধীদের তরফে নিন্দার প্রস্তাব আনলে তার অনুমতি দেওয়া হবে না?কেন বার বার পুরনিগমের তরফে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে?সেই বিষয়ে প্রশ্ন তুলেন বিজেপি কাউন্সিলর অমিত জৈন।এছাড়াও পুরনিগমের চেয়ারম্যান সম্পূর্ণভাবে রাজনৈতিককরণ করছে পুরনিগমের সভাকক্ষে এমন তাই অভিযোগ তুলে এদিন ওয়ার্কআউট করেন বিজেপি কাউন্সিলররা।

Leave a Reply

Your email address will not be published.