১০ বছর কণ্যাশ্রী পূর্তি উপলক্ষে রাজ্যের সাথে সাথে আসানসোলের বারাবনির দোমহানি কেলেজোড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষিকা ও ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য রেলি বার করা হয়। ফিতে কেটে যায় রেলির উদ্বোধন করেন বারাবনির বিডিও পাশাপশি এক সাইকেল রেলিতে অংশগ্রহণ করে নবম থেকে দ্বাদশ শ্ৰেণীর ছাত্রীরা। সাইকেল রেলি টি কেলেজোড়া স্কুল থেকে শুরু হয়ে পাশ্ববর্তী অঞ্চল ঘুরে পুনরায় স্কুলে গিয়ে শেষ হয়। এই মিছিলে অংশ গ্রহন করে বারাবনির বিডিও,স্থানীয় থানার ওসি সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
Leave a Reply