বিজেপি প্রার্থীকে ফুল দিতে গিয়ে লাথি খেলেন বিজেপির প্রাক্তন জেলা সহ-সভাপতি

বিজেপি প্রার্থীকে ফুল দিতে গিয়ে লাথি খেলেন বিজেপির প্রাক্তন জেলা সহ-সভাপতি

ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিজেপি প্রার্থী তাপসী রায় বিজেপির জেলা দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। সেসময় মিছিলে ঢুকে জেলা বিজেপির প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তী বিজেপি প্রার্থী তাপসী রায় ও বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীকে ফুল দিতে যান। সেসময় বাপী গোস্বামী অলোক চক্রবর্তীকে মিছিলের সামনে থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান অলোক বাবু। এরপর অলোক চক্রবর্তীকে লাথি মারতে দেখা যায় বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী ও জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষকে। রীতিমতো দুই সাংসদ রাজু বিস্তা এবং জয়ন্ত রায় এর সামনেই মারধর করা হয়।
পরবর্তীতে সেখান থেকে চলে যান বিজেপি নেতা তথা জেলা বিজেপির প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তী।

এদিকে অলোক চক্রবর্তীর দাবি, তাকে বিজেপি বহিস্কার করেছে এরকম কোনো চিঠি তিনি পাননি। তিনি বলেন,” শহীদ পরিবারের সদস্যাকে বিজেপি প্রার্থী করেছে। তাকে আগাম শুভেচ্ছা জানাতে এবং তাকে দেখতেই আমি এসেছিলাম।তবে আজ যেই ঘটনা ঘটলো সেটা সাধারণ কর্মীরা বিচার করবে।” যদিও এই বিষয়ে জেলা সভাপতি বাপি গোস্বামী কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published.