যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস।ওই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাযতিন পার্ক ময়দান থেকে ওই মিছিলটি শুরু হয়।মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ,যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্ণয় রায়,তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদার সহ অন্যান্যরা।মিছিলটি এয়ারভিউ মোরে গিয়ে শেষ হয়।আগামীতে যেন ওই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কান্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।
Leave a Reply